ত্রিপুরায় প্রবেশে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক

আগরতলা, ২১ এপ্রিল (হি. স.)৷৷ বহি:রাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশে বিমান সফরের ৭২ ঘন্টা পূর্বে করোনা-র নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক করেছে ত্রিপুরা সরকার৷ এক্ষেত্রে আগরতলা এমবিবি বিমান বন্দরে যাত্রীদের আগরতলা পৌছে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট দেখাতেই হবে৷ এমনকি রেলওয়ে স্টেশন, চুরাইবাড়ি এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে প্রবেশেও ওই নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ বিভিন্ন রাজ্য ইতিপূর্বে এই নিয়ম চালু করেছে৷ অবশেষে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ত্রিপুরা সরকার-ও ওই পথে হেটেছে৷


আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধিকর্তা ডা: রাধা দেববর্মা ৮ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-দের এক চিঠি-তে বহি:রাজ্য কিংবা প্রতিবেশী রাষ্ট্র থেকে যাত্রীদের প্রবেশে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ এ-বিষয়ে তিনি জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকে বিমান বন্দর, রেলওয়ে স্টেশন, চুরাইবাড়ি গেইট এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় প্রবেশের ক্ষেত্রে যাত্রার ৭২ ঘন্টা পূর্বে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট সাথে করে আনতে হবে৷ তবে, তাদের সাথে ওই রিপোর্ট না থাকলে এক্ষেত্রে নমুনা পরীক্ষা হবে৷