আমেরিকায় করোনা কাড়ল ৮৭৬ জনের প্রাণ, নতুন আক্রান্ত ৬৫,০৫৭ জন

ওয়াশিংটন, ২২ এপ্রিল (হি.স.): আমেরিকায় ফের বাড়ল করোনার বাড়বাড়ন্ত। আমেরিকায় বুধবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫,০৫৭ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৭৬ জনের। ফলে আমেরিকায় ৩২,৬০২,০৫১-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, বুধবার সন্ধ্যা পর্যন্ত ৮৭৬ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৮৩ হাজার ৩৩০ জনের। 

জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (বুধবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ০৫৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৮৭৬ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩২,৬০২,০৫১-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৫,১৭৭,৪৩৪ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬৮ লক্ষ ৪১ হাজার ২৮৭ জন।