BRAKING NEWS

সংক্রমণের হার বাড়ছে ব্রাজিলে, ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩,১৫৭ জনের

রিও ডি জেনেইরো, ২২ এপ্রিল (হি.স.): করোনা-সংক্রমণের হার ফের বাড়ছে ব্রাজিলে। ব্রাজিলে ফের বাড়ল দৈনিক করোনাভাইরাসের সংক্রমণ, দৈনিক মৃত্যুও ঊর্ধ্বমুখী। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৭ জনের, এই সময়ে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭১,৯১০ জন। ফলে ব্রাজিলে ৩ লক্ষ ৮১ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (বুধবার) ব্রাজিলে নতুন করে ৩ হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৬৮৭-তে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা ৭২ হাজার ছুঁইছুঁই। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বুধবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৭১,৯১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৪,১২২,৭৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১২,৬৪৬,১৩২ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০৯৪,৯৭৬ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *