নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল৷৷ সিধাই এর রাম শংকর পাড়ার জঙ্গলে ভাল্লুকের আক্রমণে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতের নাম সুধীর মারিয়া৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় তিনি রাম শংকর পাড়ার জঙ্গলে বাঁশ কাটতে গিয়েছিলেন৷ তখনই একটি ভাল্লুক তাকে তাড়া করে৷ নিরুপায় হয়ে তিনি একটি গাছের উপরে ওঠেন৷
সেখানে গিয়েও আত্মরক্ষা করা কষ্টকর হয়ে ওঠে৷ বালকটি ও গাছে উঠে যায়৷ গাছে উঠে ভাল্লুকটি তাকে কামড়ানোর চেষ্টা করলে তিনি ভালুকের মুখে লাথি মারেন৷ তখনই লোকটি তাকে কামড় দেয়৷ ভালুকের কামড়ে সুধীর মারিয়ার পায়ের মাংস অনেকটাই ক্ষতবিক্ষত হয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে রামশঙ্কর পাড়া এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে৷

