BRAKING NEWS

লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ, চলবে ২৮ এপ্রিল পর্যন্ত

ঢাকা, ২০ এপ্রিল (হি.স) : করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে এই মেয়াদ।


প্রতিদিনের মৃত্যুর হার কমলেও এখনই কোনও ঢিলেমি দিতে রাজি নয় সরকার। বাংলাদেশে করোনার অতিমারীতে প্রতিদিন মৃত্যুর হার বেশ কিছুদিন ধরেই ১০০-র উপর থেকেছে। আজ মঙ্গলবার জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় তা কমে ৯১-তে নেমেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনই লকডাউন না তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে হাসিনা সরকার জানিয়েছে, আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লকডাউন বহাল থাকবে। এর আগে সোমবার কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সুপারিশে লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর হয়। গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১২ এপ্রিল এবং ফের ২১ এপ্রিল পর্যন্ত সারা দেশে শপিংমল, দোকানপাট, হোটেল-রেস্তরাঁ-সহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরিবহণ ব্যবস্থাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বাংলাদেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৫৮৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *