BRAKING NEWS

অনুপ্রবেশকারীরা বাংলার যুবকদের রোজগার কেড়েছে, বিজেপি ক্ষমতায় আসলে পার পাবে না : অমিত শাহ

দুর্গাপুর, ১৯ এপ্রিল (হি.স.) : অনুপ্রবেশকারীরা বাংলার যুবকদের রোজগার কেড়েছে। গরিবদের চাল কেড়েছে। আইনশৃঙ্খলা নষ্ট করেছে। অনুপ্রবেশকারীরা দিদির প্রাণপ্রিয়,  ভোট ব্যাঙ্ক করে রেখেছেন। বিজেপি ক্ষমতায় আসার পর অনুপ্রবেশকারী তো দুর অস্ত, পাখিও পার পাবে না।” সোমবার পান্ডবেশ্বরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এভাবে আক্রমণ করলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।


উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল আসানসোল- দুর্গাপুর শিল্পাঞ্চলে ভোটগ্রহণ। তার আগে কার্যত শেষ মুহুর্তের প্রচার চলছে জোরকদমে। সোমবার পান্ডবেশ্বর বিধানসভার মাদারবনি ময়দানে বিজেপির জনসভা ছিল। ওই সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের স্বরাস্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র, বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক অরবিন্দ মেনন প্রমুখ। এদিন তিনি আগাগোড়া রাজ্যের তৃণমূল সরকার ও মমতা ব্যানার্জীকে নিশানা করে কড়া আক্রমন করেন। শুরুতেই তিনি বলেন,” পশ্চিম বর্ধমান জেলা কয়লা চুরিতে প্রসিদ্ধ। সিবিআই এক মিশ্রজীকে ধরেছে। তারপরই দিদির ভাইপো ময়দানে নেমেছে। দিদি বলছে বিনয় মিশ্রর সঙ্গে কোন লেনদেন নেই। আর ওই একই সময় অন্য চ্যানেলে ভাইপো বিনয় মিশ্রকে বিতাড়িত করা হয়েছে।”


এদিন তিনি অনুপ্রবেশকারী নিয়ে তুলোধনা করেন তৃণমূলকে। তিনি বলেন,” গোটা বাংলায় তিনপ্রকার নাগরিক রয়েছে। যেটা অন্য রাজ্য এক নাগরিক।” তিনি বলেন,” এক, দিদির প্রাণপ্রিয় অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীরা বাংলার যুবকদের রোজগার কেড়েছে। গরিবদের চাল কেড়েছে। বাংলার আইনশৃঙ্খলাকে নষ্ট করেছে। আর দিদি অনুপ্রবেশকারীদের ভোট ব্যাঙ্ক করে রাখেন।” তিনি আরও বলেন,” তৃণমূল, সিপিএম, কংগ্রেস কেউ অনুপ্রবেশকারী আটকাতে পারবে না। একমাত্র বিজেপি অনুপ্রবেশকারী আটকাতে পারবে। বাংলায় ক্ষমতায় অসার পর অনুপ্রবেশকারীতো দুর অস্ত, পাখিও পার পাবে না।” তিনি বলেন,” দুই, দোয়েম দরজার নাগরিক। বাংলায় দুর্গাপুজো, দুর্গা বিসর্জন, স্কুলে স্বরসতী পুজোয় প্রতিবন্ধকতা লাগিয়েছে। তার জন্য পুলিশ অনুমতি দেয় না। হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। এসব বন্ধ হওয়া দরকার। কাটমানি খাওয়া সরকার, অনুপ্রবেশ করানো সরকার, সিন্ডিকেট চালানো সরকার বন্ধ হওয়া দরকার।”


তিনি বলেন,” তৃতীয় নাগরিক শরনার্থী। সত্তর সাল থেকে শরনার্থী করে রেখেছে। নাগরিকত্ব দেয়নি। নমশ্রুদ্র, মতুয়া সমাজকে দিদি নাগরিকত্ব দিতে দেয়নি। বিজেপি সিএএ নিয়ে এসেছে। একমাত্র বাংলায় লাগু হতে দেয়নি দিদি।” তিনি আরও বলেন,” কান খুলে শুনে নিন। কতদিন আটকাবেন? ২ মে বিজেপি ক্ষমতায় আসার পর আটকাতে পারবেন না। সিএএ র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে শরনার্থীদের।”


তিনি বলেন,” দিদির নেত্রীরা দলিতদের ভিখারী বলেন। এত ঘৃণ্য রাজনীতি দেখিনি। দলিত সমাজ আমাদের লোক। গলায় জড়িয়ে আমরা সম্মান করব।”  তিনি আরও বলেন,” কমিউনিষ্টরা বাংলাকে শেষ করেছে। আর দিদির আমলে শিল্প আসেনি। কৃষির উন্নয়ন হয়নি। দিদি বাংলাকে সুরক্ষিত রাখতে পারবে না। সমৃদ্ধ করতে পারবে না। একমাত্র বিজেপি সোনার বাংলা গড়ে দেখাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *