BRAKING NEWS

মণিপুরে ১.৮২ কোটি টাকার ড্রাগস উদ্ধার আসাম রাইফেলসের

ইমফল, ১৯ এপ্রিল (হি.স.) : আসাম রাইফেলসের জওয়ানরা অভিযান চালিয়ে নিষিদ্ধ নেশা কারবারিদের হেফাজত থেকে প্রায় ১.৮২ কোটি টাকা মূল্যের ড্রাগস উদ্ধর করতে সক্ষম হয়েছে।

সোমবার আসাম রাইফেলসের জনসংযোগ শাখার জনৈক আধিকারিক জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল কংপোকপি জেলার ভিমপাডাও গ্রামে অভিযান চালিয়েছিলেন জ্বালামুখি ব্যাটালিয়নের জওয়ানরা। অভিযানে নেমে নিষিদ্ধ ৪৫০ গ্রাম হেরোইন এবং ২৩,৫৯৪টি ডব্লিউআইওয়াই ট্যাবলেট উদ্ধার করেছেন তাঁরা। উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির বাজারমূল্য প্রায় ১ কোটি ৮২ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।

আধিকারিকটি জানান, কয়কদিন আগ রাজ্যের ইমফল পূর্ব জেলায় ২০ লক্ষ টাকার ড্রাগস সমেত দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তখন ধৃত দুই পাণ্ডার কাছ থেকে ৬১০টি ইয়াবা ট্যাবলেট এবং ২৭ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। উল্লেখ্য, ইদানীংকালে মণিপুর, মিজোরামের বিভিন্ন স্থানে নেশা-বিরোধী অভিযান চালিয়ে বিস্তর সফলতা পেয়েছে আসাম রাইফেলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *