BRAKING NEWS

মমতার অডিও টেপকান্ডে সিট তৈরির দাবি, নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

কলকাতা, ১৭ এপ্রিল (হি.স.): কোচবিহারের শীতলকুচি অডিও টেপ কাণ্ডে বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরির দাবি করল বিজেপি। শনিবার এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। বিজেপি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছে, অনুরোধ করা হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হোক। অডিও টেপ কতটা সত্য, সে প্রসঙ্গে বিজেপির শিশির বাজোরিয়া জানিয়েছেন, যতদূর পর্যন্ত টেপের সত্যতার বিষয়, ডেরেক ও’ব্রায়েন এবং সুখেন্দু শেখর রায় মিডিয়ার সঙ্গে কথোপকথনে তা নিশ্চিত করেছেন।
শীতলকুচি নিয়ে শুক্রবার একটি অডিও টেপ প্রকাশ্যে নিয়ে আসে বিজেপি। সেখানে বিজেপি দাবি করে, ওই অডিও মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে তৃণমূলের জেলা সভাপতি তথা শীতলকুচির প্রার্থী প্রার্থপ্রতীম রায়ের কথোপকথন রয়েছে। অভিযোগ, সেখানে তৃণমূল নেত্রী বলেন, দেহগুলি নিয়ে তিনি ব়্যালি করতে চান। শনিবার বিজেপি লিখিতভাবে দাবি তুলেছে, বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। বিজেপির অভিযোগ, বাস্তবে এমন ঘটলে অর্থাৎ মরদেহ নিয়ে মিছিল হলে গোটা কোচবিহার জেলা তথা রাজ্যের আইন-শৃ্ঙ্খলা পরিস্থিতি খারাপ হত। পরিকল্পনা করেই তৃণমূল নেত্রী দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লাগাতে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষনের রাজনীতির আরেকটি জলজ্যান্ত উদাহরণ এই ঘটনা। সেই কারণে মৃতদের পরিবার নয় বরং পেশাদার আইনজীবীদের দিয়ে থানায় অভিযোগ দায়ের করাতে শীতলকুচির তৃণমূলপ্রার্থীকে নির্দেশ দিয়েছিলেন মমতা। যদিও আনন্দ বর্মনের মৃত্যু নিয়ে চুপ ছিলেন তৃণমূল নেত্রী। আনন্দ বিজেপি কর্মী হওয়াতেই এই পক্ষপাতিত্ব বলে অভিযোগ গেরুয়া শিবিরের। লকেট চট্টোপাধ্যায় শুক্রবার রাতেই অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মৃতদেহ নিয়ে রাজনীতি করতে পছন্দ করেন। তাপসী মালিক, রিজওয়ানুর-সহ অতীতে এরকম অনেক ঘটনা রয়েছে। যেখানে মৃত্যুকে তিনি নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *