নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ বিশালগড়ের মুড়াবাড়ি রেল ব্রিজ সংলগ্ণ এলাকা থেকে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ সে বিষপান করে রাস্তার পাশে পড়ে রয়েছিল৷বিষপানে আত্মহত্যার চেষ্টা রাকেশ সরকার নামের এক যুবকের৷ ঘটনা বিশালগড় থানাধীন মুড়াবাড়ি রেল ব্রীজ এলাকায়৷ রাস্তার পাশে এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় বিশালগড় অগ্ণি নির্বাপক দফতরে৷
দমকল কর্মীরা ছুটে গিয়ে যুবককে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় হাসপাতালে৷ সেখান থেকে তাকে রেফার করা হয় জিবিতে৷ এলাকাবাসী বুঝতে পারে সে বিষপান করছে৷ তার বাড়িও একই এলাকায়৷ সে দুটি বিয়ে করেছে দুইও স্ত্রী তাকে ছেড়ে চলে যায়৷ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷