মুম্বই, ১৪ এপ্রিল (হি.স.) : মুম্বইয়ে তোলাআদায় কাণ্ডে মহারাষ্ট্রে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করল। এদিন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ডিআরডিও গেস্ট হাউসে তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ মুম্বই পুলিশের ধৃত এএসআই সচিন ওয়াজেকে প্রত্যেক মাসে একশো কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দিয়েছিল বলে অভিযোগ করেছিলেন মুম্বাই পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার পরম বীর সিং।
সিবিআই এদিন তাকে জিজ্ঞাসাবাদ করার পর সিদ্ধান্ত নেবে যে তার বিরুদ্ধে এফআইআর দাখিল করা বা পরবর্তী তদন্ত করার প্রয়োজন আছে কিনা। বোম্বে হাইকোর্টের আদেশ অনুসারে প্রাথমিক তদন্তের জন্য দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ টিম মুম্বই এসে তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত সিবিআইয়ের তদন্তকারী দলের আধিকারিকরা প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং, আইনজীবী পাতিল, সচিন ওয়াজে, সহকারি পুলিশ আধিকারিক সঞ্জয় পাতিল, পশ্চিম উপনগরের একটি পানশালা (বার)-র মালিক মহেশ শেট্টি এবং এই মামলায় যুক্ত অন্য কয়েকজনেরর বক্তব্য নেওয়া হয়েছে। অনিল দেশমুখের দুই সহযোগী সঞ্জীব পরাদ এবং কুন্দন শিন্দেকে জিজ্ঞাসাবাদে সিবিআই তাদের কাছ থেকেও বেশ কিছু তথ্য পেয়েই অনিল দেশমুখকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।