নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। তবে, করোনা উপসর্গ নেই বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ছাড়াও কোভিড-সংক্রমিত হয়েছেন বিজেপি সাংসদ সরোজ পান্ডে। সরোজ পান্ডে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি হয়েছেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, “আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। কোনও উপসর্গ নেই। আমার সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদের অনুরোধ করছি, দয়া করে করোনা সেফটি নিয়ম মেনে চলুন। আমরা একসঙ্গে এই মহামারীকে জিতব।”
বিজেপি সাংসদ সরোজ পান্ডে মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, “গতকাল শরীর খারাপ থাকার কারণে করোনা পরীক্ষা করিয়েছিলাম এবং আমার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছি। বিগত দিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরাও পরীক্ষা করিয়ে নিন।”