BRAKING NEWS

বাতিল হোক সিবিএসই পরীক্ষা, অনুরোধ কেন্দ্রের কাছে : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): সিবিএসই পরীক্ষা বাতিলের পক্ষে সওয়াল করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের কথায়, “ছাত্র-ছাত্রীদের জীবন ও স্বাস্থ্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কেন্দ্রের কাছে অনুরোধ করছি সিবিএসই পরীক্ষা বাতিল করা হোক।” মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কেজরিওয়াল জানিয়েছেন, “দিল্লিতে ৬ লক্ষ ছাত্র-ছাত্রী সিবিএসই পরীক্ষায় বসতে চলেছে। পরীক্ষায় অংশ নেবেন প্রায় ১ লক্ষ শিক্ষক-শিক্ষিকা। এমন হলে করোনা আরও দ্রুত ছড়িয়ে পড়বে।” কেজরিওয়াল আরও জানিয়েছেন, “কিছু বিকল্প পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করা যেতেই পারে। অনলাইন মেথড অথবা অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের এবার প্রমোট করা উচিত। কিন্তু, সিবিএসই পরীক্ষা বাতিল করা উচিত।”


দিল্লিতে করোনার বাড়বাড়ন্ত প্রসঙ্গে কেজরিওয়াল বলেছেন, “এই ঢেউ অত্যন্ত ভয়ানক। বিগত ১০-১৫ দিনের তথ্য অনুযায়ী, ৬৫ শতাংশ রোগীর বয়স ৪৫ বছরের নীচে। মানুষের জীবন ও স্বাস্থ্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যুবসমাজের কাছে আমার অনুরোধ ভীষণ প্রয়োজন হলেই বাড়ি থেকে বেরোন এবং কোভিড প্রোটোকল মেনে চলুন।” কেজরিওয়াল আরও জানিয়েছেন, ‘করোনা-আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩,৫০০ জন। নভেম্বরে পিক সময়ে ৮৫০০ জন আক্রান্ত হয়েছিল, সেই সময়ের তুলনায় এখনই আক্রান্তের সংখ্যা ১৩,৫০০-তে পৌঁছেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *