মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার, শান্তিরবাজারে গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার ৯ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে দুইজন যুবককে গ্রেপ্তার করলো শান্তির বাজার থানার পুলিশ৷ সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্বে অপপ্রচার করা পোষ্ট শেয়ার করাতে দুই যুবককে আটক করলো শান্তির বাজার থানার পুলিশ৷


এই নিয়ে শান্তির বাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান দক্ষিন তাকমা তৈপারচুং পাড়ার বাসিন্দা ম্যান্ডালা রিয়াং ( ২৭ ) ও বীরচন্দ্র নগর এলাকার বাসিন্দা রঞ্জীত রিয়াংকে ( ৩১ ) মোবাইল ফোনে ট্রেকিং করে আটক করে৷ অভিযুক্ত দুই যুবক ফেইসবুকে ফেইক আইডি খুলে মুখ্যমন্ত্রীর ফটোতে মালা দিয়ে প্রদীপ প্রজ্বলন করে পোষ্ট করা ছবি শেয়ার করেছে বলে জানাযায়৷ এই নিয়ে শান্তির বাজার থানা গতকাল দুইজনকে আটক করে কেইস নং ১৩ / ২০২১ এবং ১২০ ( ৬ ) / ১৫৩ এ / ২৯৫ ( এ )/ ৫০৪ / ৫৯০ ( ২ ) আই পি সি এক্ট মামলা দায়ের করে দুই আভিযুক্তকে বিলোনীয়া জেলা দায়রা আদালতে প্রেরন করাহয়৷ এই নিয়ে ওসি সুব্রত চক্রবর্ত জানান ঘটারসাথে জরিত মূল অভিযুক্তকে আটক করার করার প্রয়াস চালানোহচ্ছে৷