BRAKING NEWS

কমিশনের জরুরি তলবে দিল্লি গেলেন বিবেক দুবে

কলকাতা, ৭ এপ্রিল (হি. স.)  :  দিল্লিতে জরুরি তলব করা হল পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে।

অশান্তিকে মাথায় উঠতে না দিয়ে শান্তিপূর্ন ভোট করানোই বঙ্গে চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের। কিন্তু যত দফা বেড়েছে বঙ্গে ততই বাড়ছে উত্তেজনা। ভোটকে কেন্দ্র করে খুন, অশান্তি ও ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে কমিশনে। রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলেছে তাহলে এত কেন্দ্রীয় বাহিনী, ভিন রাজ্যের পুলিশ, রাজ্য পুলিশ রেখে কি লাভ? প্রশ্ন উঠেছে, এই কারণেই কি তলব করা হল বিবেকবাবুকে? 

বুধবার ভোরেই কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়েছেন বিবেক। নির্বাচন কমিশনের জরুরি তলবে বঙ্গে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এখন পাঁচ দফা ভোট বাকি। তার আগেই এর অশান্তি, অভিযোগ কার্যত গোটা দেশের কাছে অস্বস্তিতে পড়েছে কমিশন। তার উপর কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তা নিয়েও অভিযোগ তুলছে বিরোধীরা। দক্ষিণ ২৪ পরগণায় তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোয় ভোটের অনিয়ম নিয়েও অভিযোগ গিয়েছে। 

এবারের নির্বাচনে উল্লেখযোগ্য বিষয় হল, শাসক কিংবা বিরোধী দলের প্রার্থীদের উপর সাধারণ মানুষের হামলা। আগামী ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোট। তার আগেই বিবেক দুবের দিল্লি তলব নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *