করোনার বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা নিন সমস্ত নাগরিক : পওয়ার

মুম্বই, ৭ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের টিকার দ্বিতীয় দফার ডোজ নিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। কিছু দিন আগেই গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে শরদ পওয়ারের, আগেই নিয়েছিলেন করোনার প্রথম দফার টিকা, বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবসে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় দফার ডোজ নিয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। এদিন টিকা নেওয়ার পর, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত নাগরিককে সক্রিয় ভূমিকা নেওয়ার অনুরোধ জানিয়েছেন এনসিপি প্রধান।

শরদ পওয়ার নিজের টুইটার হ্যান্ডেলে টিকা নেওয়ার ছবি আপলোড করে লিখেছেন, “বুধবার সকালে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছি। চিকিৎসক লাহানে এবং তাঁর মেডিক্যাল টিমকে অনেক ধন্যবাদ। কাকতালীয়ভাবে, বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবস, এই দিন সমস্ত নাগরিকের কাছে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব টিকা নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা নিন।”