নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্রনগর রেলস্টেশনে এক বৃদ্ধ মঙ্গলবার বিকেলে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন৷যুগান্তর রেলস্টেশনে মঙ্গলবার বিকেলে এক বৃদ্ধের চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বৃদ্ধের নাম চিত্তরঞ্জন সাহা৷ বয়স ৭৫ বছর৷ বাড়ি কাঁটা শ্যাওলা এলাকায়৷
জানা গেছে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ শিলচর আগরতলা গামী ট্রেনটি যখন আগরতলা স্টেশন এর উদ্দেশ্যে যাচ্ছিলো ঠিক তখনই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই বৃদ্ধ৷ রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে তার৷ ঘটনার সঙ্গে সঙ্গে লোকজনরা ছুটে আসেন৷ খবর দেওয়া হয় জিআরপিএফকে৷ খবর পেয়ে সিআরপিএফের অফিসারসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন৷
সেখান থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়৷ঘটনার খবর পেয়ে বৃদ্ধের পরিবারের লোকজন ছুটে আসেন৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান জিআরপিএফের আধিকারিক৷ ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই ওই বৃদ্ধ রেলের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে৷