BRAKING NEWS

৮.৩১-কোটির ঊর্ধ্বে টিকাকরণ, ভারতে দৈনিক করোনা-সংক্রমণ ৯৬,৯৮২

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): ভারতে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। সোমবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬,৯৮২ জন। বিগত ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ৪৪৬। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যাও বাড়তে বাড়তে ৭.৮৮-লক্ষের (৬.২১ শতাংশ) গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণ বৃদ্ধির মধ্যে সুস্থতা স্বস্তি দিচ্ছে, সোমবার সারা দিনে ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৫০,১৪৩ জন করোনা-রোগী। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১৭,৩২,২৭৯ জন করোনা-রোগী (৯২.৪৮ শতাংশ)।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৯৬,৯৮২ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৬,৮৬,০৪৯-তে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৪৬ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৬৫,৫৪৭ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ৮৮ হাজার ২২৩ জন (৬.২১ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৪৬,৩৯৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৮ কোটি ৩১ লক্ষ ১০ হাজার ৯২৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৪৩,০০,৯৬৬ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *