BRAKING NEWS

গুয়াহাটিতে তৃতীয় তথা অন্তিম দফার ভোটে ব্যাপক উৎসাহ, ইভিএমে বন্দি পাঁচ মন্ত্রীর ভাগ্য

গুয়াহাটি, ৬ এপ্রিল (হি.স.) : ২১-এর অসম বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ মঙ্গলবার সকাল সাতটায় শুরু হয়। নির্ধারিত সময় সকাল সাতটা থেকে সমগ্র রাজ্যের সাথে গুয়াহাটিতেও ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল সকাল ভোট দিতে পড়েছে লম্বা লাইন। যাবতীয় করোনা বিধি মেনে সকাল থেকেই চলেছে ভোটগ্রহণ প্রক্রিয়া। পুরুষ-মহিলা নির্বিশেষে ভোটের লাইনে দাঁড়ালেও বয়স্কদের লাইনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। ভোটকেন্দ্রে গিয়ে বয়স্করা তাড়াতাড়ি ভোট দিতে পেরেছেন। নির্বিঘ্নেই চলেছে ভোটদান প্রক্রিয়া।

কোভিড পরিস্থিতিতে যাবতীয় নিয়ম মেনে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। ভোটকেন্দ্রে মাস্ক ও স্যানিটেশন ব্যবস্থা রাখা ছিল। নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে ভোটারদের লাইন দিতেও দেখা গেছে। বুথ কর্মীরা থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করেছেন। তার পর ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ভোটারদের দেওয়া হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস।

তৃতীয় দফার ভোট ১২টি জেলার ৪০টি আসনে হয়েছে। মোট ৩৩৭ জন প্রার্থীর ভাগ্য নির্ণয় করবেন মোট ৭৯,১৯,৬৪১ জন ভোটার। এঁদের মধ্যে ৪০,১১,৫৩৯ জন পুরুষ, ৩৯,০৭,৯৬৩ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩৯ জন।

কামরূপ মহানগর জেলার চারটি বিধানসভা ক্ষেত্রে মোট ১১,৫৩,৪৫৫ জন ভোটার রয়েছেন। তৃতীয় দফার নির্বাচনে সর্বাধিক সংখ্যক ভোটার রয়েছেন কামরূপ মহানগরের অন্তর্গত ৫২ নম্বর দিশপুর আসনে। সেখানে ৬০৭টি ভোট কেন্দ্রে রয়েছেন ৪,১১,৬৩৬ জন ভোটার। সর্বনিম্ন ভোটার সংবলিত বিধানসভা ক্ষেত্রে বাকসা জেলার চাপাগুড়ি। চাপাগুড়িতে ২৩৬টি ভোট কেন্দ্রে রয়েছেন ১,৫৯,২৫৭ জন ভোটার।

গুয়াহাটির চারটি বিধানসভা ক্ষেত্রের মধ্যে ৫১ নম্বর জালুকবাড়ি আসনে রয়েছেন ২,০৪,৬৯১ জন ভোটার। ৫২ নম্বর দিশপুরে ৪,১২,১১৪ জন ৫৩ নম্বর পূর্ব গৌহাটিতে ২,৩৯,৫৮৭ জন এবং ৫৪ নম্বর পশ্চিম গৌহাটি আসনে রয়েছে ২,৯৭,০৬৩ জন ভোটার।

তৃতীয় দফায় কয়েকজন হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন পাঁচ মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, চন্দ্রমোহন পাটোয়ারি,  সিদ্ধার্থ ভট্টাচার্য, প্রমিলারানি ব্রহ্ম, চন্দন ব্রহ্ম, ফণীভূষণ চৌধুরী, বিজেপির অসম প্রদেশ সভাপতি রঞ্জিত কুমার দাস, ভোজপুরী কুইন কল্পনা পাটোয়ারি, পরমানন্দ রাজবংশী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *