নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগে গত ১ এপ্রিল চোখের ছানির অস্ত্রোপচার শিবির হয়৷ এই শিবিরে ৪৫ জন রোগীর চোখের ছানির অে’াপচার করা হয়৷ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড জিবিপি হাসপাতালের চক্ষু বিভাগের ইনচার্জ প্রফেসর ডাঃ ফনী সরকারের নেতৃত্বে এই অস্ত্রোপচার শিবিরটি হয়৷
তাতে অংশগ্রহণ করেন চক্ষু বিভাগের পিজি ডাঃ অমিত সেন, ডাঃ করবী দেবনাথ এবং ডাঃ অনামিকা বিশ্বাস৷ এই অস্ত্রোপচারে সহায়তা করেন স্টাফ নার্স রমা হালদার ও নীলিমা ভৌমিক৷ তাছাড়াও সহায়তা করেন গৌরী পাল কর ও বাবুল আচার্য৷ বর্তমানে সকলেই সুুস্থ আছেন৷ প্রত্যেকেরই ছানি অপারেশন সফল হয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷