BRAKING NEWS

বাংলাদেশে কালবৈশাখীর তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৮

ঢাকা, ৫ এপ্রিল (হি. স.) :   কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বাংলাদেশের একাংশ। ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট । এরমধ্যে তিনজন মহিলা রয়েছে বলে জানা গিয়েছে। ফুলচারি, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ এলাকায় মৃত্যুর খবর মিলেছে।

কমপক্ষে ১৩টি জেলায় কালবৈশাখীর তাণ্ডব চলে।রবিবার রাতে ঝড়ের তাণ্ডবে মৃত্যুর পাশাপাশি অনেকে জখমও হয়েছেন বলে খবর। মৃত সকলেই গাইবাঁধা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। গাইবাঁধার ডেপুটি কমিশনার আব্দুল মতিন বলেন, ‘ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়েছে, বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে।’ বাংলাদেশ আবহাওয়া দফতর জানিয়েছে, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুরা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ি, ফরিদপুর, যশোর এলাকায় রবিবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড় হয়। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। ঢাকাতেও সামান্য শিলাবৃষ্টি হয়েছে। ঢাকায় ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৬৪ কিমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *