তেলিয়ামুড়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ এপ্রিল৷৷ এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকেরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ঘটনা তেলিয়ামুড়া থানাধীন রাঙ্খল পাড়া এলাকায় রবিবার সাড়ে সাতটা নাগাদ৷মৃত সেই যুবকের নাম ইমারুল রাঙ্খল৷ দিনমজুর কাজ করে থাকতে সে৷প্রতিদিনের মত তার মালিকের কাজ সেরে শ্বশুরবাড়িতে চলে আসে সেই যুবক৷ শ্বশুরবাড়িতে নিজ গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ পিতার৷


এদিকে খবর পেয়ে পিতা মাতা দুজনে ছুটে যায় তার শ্বশুরবাড়িতে৷তবে কি পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সেই যুবককে নাকি অন্য রহস্য জুড়ে রয়েছে৷
এদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা স্থলে না হ্যালো পৌঁছলেও গোয়েন্দা দপ্তর দিব্যি ঘুমিয়ে যাচ্ছে৷এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক জানান হাসপাতাল আসার পরেই তার প্রাণ চলে গেছে৷এদিকে যখন এ ডি সি নির্বাচন ঘনিয়ে আসছে প্রাণহানির ঘটনা থেমে নি৷যখন এখন দেখার বিষয় মা বাবার কান্না তেলিয়ামুড়া করিৎকর্মা পুলিশ বাবুদের নজরে পড়ে কিনা৷