নিজস্ব প্রতিনিধি,উদয়পুর,২রা এপ্রিল৷৷ আজ সকাল সাড়ে দশটা নাগাদ কাকড়াবন পালাটানা কালীবাড়ি সংলগ্ণ এলাকায় উদয়পুর ও কাকড়াবন সড়কের মধ্যে অটো এবং মোটর চালিত রিক্সার মধ্যে দুর্ঘটনার সম্মুখীন হয়৷ মোটর চালিত রিকশা চালক রঞ্জিত নট্ট ভৌমিক ( ৪৫ বৎসর ) গুরুতর ভাবে আহত হয়৷ এলাকাবাসী দুর্ঘটনা দেখে কাকড়াবন অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দেয়৷ পরে ঘটনাস্থল থেকে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা আহত অবস্থায় রিক্সা চালক রঞ্জিত নট্ট দাস কে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ৷ পরবর্তীতে বাড়ির লোকজন ও নিকট আত্মীয়রা খবর পেয়ে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ছুটে যান ৷ এদিকে টট্টঞ্জ৩ ঙ্ক – ৪২৯২ নম্বরের অটো গাড়ি এবং ব্যাটারি চালিত রিক্সা দুটি কে কাকড়াবন থানায় নিয়ে আসা হয়৷ উদয়পুর কাকড়াবন রাজ্য সড়কে প্রায়শই দুর্ঘটনা সংগঠিত হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷ বিশ জানুয়ারি এই সড়কের উদয়পুর খিলপাড়া বাজার সংলগ্ণ এলাকায় মদমত্ত বাইক চালকের বদান্যতায় সাগর দে নামে এক বডি বিল্ডার্সের মৃত্যু, জামজুড়ি ইট ভাটা সংলগ্ণ এলাকায় দিদির বাড়িতে বেড়াতে এসে ভাইয়ের মৃত্যু, পালাটানা ফরেস্ট ড্রপগেইট সংলগ্ণ এলাকায় নিত্যলাল মজুমদারের সপ্তম শ্রেণীতে পড়ুয়া প্রজ্ঞা মজুমদার দুর্ঘটনায় পা ভেঙে পাঁচ মাস বাড়িতে গৃহ বন্দি৷ তাই এই রাজ্য সড়কে চলাচল কারী যাত্রীরা আতঙ্কগ্রস্ত৷
2021-04-03