BRAKING NEWS

সরিষার মধ্যেই ভূত, পুলিশকর্মীর বাড়িতে উদ্ধার বিস্তার নেশা সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ পুলিশ কর্মীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ঘটনা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এডি নগরের নন্দিটিলা এলাকায়৷ এডিনগরের নন্দী টিলা এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী দিলীপ ঘোষের বাড়ি থেকে শুক্রবার নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ উনার ছেলে টিএসআর জওয়ান৷ পুত্রবধূও পুলিশ কর্মী৷ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


স্থানীয় বাসিন্দারা জানান গত বেশ কিছুদিন ধরেই এক যুবক বাইক নিয়ে ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতো৷ তাতে স্থানীয় যুবকদের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করে৷ খোঁজ খবর নিয়ে যুবকরা জানতে পারেন বাইক নিয়ে ঘুরাঘুরি করতে থাকা ওই যুবক নেশা কারবারের সঙ্গে জড়িত৷স্থানীয় যুবকরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়ি থেকে সে নেশা সামগ্রী নিয়ে যায়৷ তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে হানা দিয়ে তারা প্রচুর পরিমাণ নেশা সামগ্রী ও আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করেন৷ খবর পাঠানো হয় এডি নগর থানার পুলিশকে৷


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷পুলিশ ওই বাড়ি থেকে বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার খালি কৌটা সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে৷ ওই বাড়ি থেকে এক যুবক ও এক মহিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷ স্থানীয় যুবকরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ এর পেছনে একটি বড় চক্র জড়িত রয়েছে বলে ধারণা করছেন পুলিশের কর্মকর্তারা৷ চক্রটিকে চালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *