BRAKING NEWS

৭২-হাজার ছাড়াল সংক্রমণ, ৪৫৯ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ১৬২,৯২৭ জনের

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): ভারতে করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়েই চলেছে। বুধবার সারাদিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২,৩৩০ জন, এবছরের মধ্যে সর্বাধিক। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ৪৫৯, মৃত্যুর সংখ্যাও সর্বাধিক। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৫.৮৪-লক্ষের (৪.৭৮) গণ্ডি ছাড়িয়ে গেল। সংক্রমণ বৃদ্ধির মধ্যে সুস্থতাও স্বস্তি দিচ্ছে, বুধবার সারা দিনে ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৪০,৩৮২ জন করোনা-রোগী। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১৪,৭৪,৬৮৩ জন করোনা-রোগী (৯৩.৮৯ শতাংশ)।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৭২,৩৩০ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২২,২১,৬৬৫-তে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪৫৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৬২,৯২৭ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৪ হাজার ০৫৫ জন (৪.৭৮ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ৩১,৪৮৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৬ কোটি ৫১ লক্ষ ১৭ হাজার ৮৯৬ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২০,৬৩,৫৪৩ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *