কলকাতা, ১ এপ্রিল (হি. স.) : বুথ পরিদর্শনে বেরিয়ে অস্বস্তিতে পড়তে হল তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তীকে। বৃহস্পতিবার সকালে চণ্ডীপুরের একটি বুথে গেলে তাঁকে উদ্দেশ করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন বিজেপি সমর্থকরা। আর এতেই চটে যান সোহম। তিনি অভিযোগ করলে বিজেপি সমর্থকদের হঠিয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
দ্বিতীয় দফা ভোটের সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর এলাকার বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থী সোহম। মহম্মদপুর ১নং ব্লকে বুথ পরিদর্শনে যান চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। তিনি সেখানে পৌঁছানোর পরই সেখানে উপস্থিত বিজেপি সমর্থকরা তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। বেলা ন’টা নাগাদ মহম্মদপুর ১ নম্বর ব্লকে পৌঁছান। অভিযোগ, বুথের কাছাকাছি যেতেই অভিনেতার উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকরা।
প্রথমে কোনও প্রতিক্রিয়া দেননি সোহম। বুথের পরিস্থিতি দেখে নিজের গাড়িতে গিয়ে বসেন তিনি। স্লোগান দিতে দিতে বিজেপি সমর্থকরাও সেখানে পৌঁছে যান। গাড়ির খুব কাছে তারা চলে এলে সোহমের নিরাপত্তারক্ষীরা তাদের দূরে সরে যেতে বলেন। তখনই গাড়ি থেকে নেমে পড়েন সোহম।এরপরই চটে যান তৃণমূলের তারকা প্রার্থী। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানান তৃণমূল প্রার্থী। জওয়ানরা থাকা সত্ত্বেও এভাবে জটলা করে কীভাবে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া সম্ভব? প্রশ্ন তোলেন তারকা। এরপরই সক্রিয় হন জওয়ানরা। জটলা ভেঙে বিজেপি সমর্থকদের নির্দিষ্ট দূরত্বে থাকতে বলে তাদের হঠিয়ে দেন।