বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডাঃ গৌতম মজুমদারকে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ২০২১ সম্মান প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ রাজ্যের বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডাঃ গৌতম মজমদার অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ২০২১ সম্মান পেয়েছেন৷ অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারের মেডিকেল সুুপার ডাঃ গৌতম মজমদারকে ভারত সরকারের ডিপার্টমেন্ট অব এটমিক এনার্জি কর্ত’ক গ্র্যান্ট ইন এইড প্রাপ্ত এবং মুম্বাইস্থিত টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের ইউনিট ডাঃ বি বড়য়া ক্যান্সার ইনস্টিটিউট থেকে তাকে এবছর এই সম্মান দেওয়া হয়৷


উল্লেখ্য, ক্যান্সার চিকিৎসায় উন্নতি ও অগ্রগতিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়৷ গত শনিবার সন্ধ্যায় গুয়াহাটির একটি হোটেলে বিবিসিআই-র ডিরেক্টর অমল চন্দ্র কটকির হাত থেকে ডাঃ গৌতম মজমদার এই পুরস্কার গ্রহণ করেন৷ এই অনুষ্ঠানে উত্তর পূর্বঞ্চলের আরও ৫ জন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসককে এই পুরস্কার দেওয়া হয়েছে৷


ডাঃ মজমদার ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত নতুন দিল্লির এইমসে রেডিয়েশন অঙ্কোলজিতে এম ডি করেন এবং সেখান থেকে রাজ্যে ফিরেই ২০০৪-০৫ সালে আগরতলা ক্যান্সার হাসপাতালে কাজ শুরু করেন৷ তিনি ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ন্যাশনাল স্ট্যাণ্ডিং কমিটি ফর টার্সিয়ারি ক্যান্সার কেয়ারের সদস্য হিসাবে কাজ করছেন৷ ডাঃ গৌতম মজমদার ২০০৯ সাল থেকে ২০১৬ পর্যন্ত জাতীয় স্বাস্থ্য মিশনের বিভিন্ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার হিসাবেও কাজ করছেন এবং বিভিন্ন প্রকল্পের স্টেট নোডাল অফিসার হিসাবে কাজ করেছেন৷


তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার প্রিভেনশন অ্যাণ্ড রিসার্চ, নয়ডা, এনসিএ থেকে অগ্রণী ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের উপর রিসার্চ করে ‘লিডার্স অ্যাওয়ার্ড’ লাভ করেন৷ তাছাড়াও ব্লমবার্গ সুকল অব পাবলিক হেলথ, মেরিল্যাণ্ড, ইউএসএ থেকে নন কমিউনিকেবল ডিজিজের উপর অ্যাওয়ার্ড পেয়েছেন এবং অ্যামরয় ইউনিভার্সিটি, ইউএসএ থেকে এনসিডি লিডারশিপ ট্রেনিং নিয়ে ২০১৬ সালে এনসিডি ম্যানেজমেন্ট বিষয়ে ’ফারদেস্ট আউট অব কমফোর্ট জোন’ শীর্ষক জনস্বাস্থ্য ’লিডার্স অ্যাওয়ার্ড’ লাভ করেন৷ তিনি দীর্ঘ বিশ বছর যাবৎ ধাপে ধাপে আগরতলা ক্যান্সার হাসপাতালকে এগিয়ে নিয়ে গেছেন৷


বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতায় সাততলা বিশিষ্ট এই হাসপাতালটি এখন মাথা তুলে দাঁড়িয়েছে যা সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে৷ প্রায় একশ কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতিতে আজ এই হাসপাতালটি সমৃদ্ধ৷ ক্যান্সার হাসপাতালের অগ্রগতির ক্ষেত্রে মেডিকেল সুুপার হিসাবে ডাঃ গৌতম মজমদারের যথেষ্ট অবদান রয়েছে৷ রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সম্পতি এই হাসপাতালে দুইজন অঙ্কোসার্জন যোগ দিয়েছেন৷ এক্ষেত্রেও ডাঃ গৌতম মজমদারের ভূমিকা ছিলো৷ বর্তমানে এই হাসপাতালে খুব দক্ষতার সঙ্গে রোগীদের চিকিৎসা সহ বিভিন্ন জটিল অপারেশন করা হচ্ছে৷ ফলে রাজ্যের ক্যান্সার রোগীদের আর বহির্রাজ্যে যেতে হচ্ছে না৷ ডাঃ গৌতম মজমদারের এই সম্মান লাভ রাজ্যের চিকিৎসকদের গর্বিত করলো৷ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *