BRAKING NEWS

আমেরিকায় করোনা-সংক্রমণ ফের বাড়ল, ২৪ ঘন্টায় মৃত্যু ১,১৬৫ জনের

ওয়াশিংটন, ২৬ মার্চ (হি.স.): আমেরিকায় ফের বাড়ল দৈনিক করোনা-সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭,০৪৬ জন। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,১৬৫ জনের। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৩০,৭৭৪,০৩৩-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। আমেরিকায় সময় অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১,১৬৫ বেড়ে আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৭৪৪ জনের। এই নিয়ে পরপর তিন-দিন আমেরিকায় এক হাজার ছাড়াল দৈনিক মৃত্যু।

জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ০৪৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১,১৬৫ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩০,৭৭৪,০৩৩-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৩,১৯৬,২০৯ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭০ লক্ষ ১৮ হাজার ০৮০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *