নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাগবাসা বাজার সংলগ্ণ এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ অপর ৭ জন গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷
শুক্রবার সকালে ওএনজিসির একটি বোলেরো পিকআপ গাড়ি শ্রমিকদের নিয়ে যাওয়ার সময়জাতীয় সড়কে বাগবাজার নোয়াগাঁও বাজার সংলগ্ণ এলাকায় বাক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ তাতেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ছুটে আসেন৷ আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন৷
মৃতের নাম পুথিরাম রিয়াং৷তার বাড়ি জয়ী থান গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে৷ অপরজন সাতজন বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ আহতরা ওএনজিসির অস্থায়ী শ্রমিক বলে জানা গেছে৷দুর্ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেয় পুলিশ৷