আগরতলা, ১২ মার্চ (হি. স.)৷৷ আউটসোর্চিং-র বিধান বামেরাই তৈরী করে রেখে গেছে৷ অথচ, আজ শুধুমাত্র এডিসি নির্বাচনে যুব সম্প্রদায় এবং বেকারদের বিভ্রান্ত করার জন্য বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মিথ্যা ও অসত্য বক্তব্য রেখেছেন৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের আউটসোর্চিং-এ লোক নিতে এজেন্সি নিয়োগের বিষয়ে বক্তব্যের খন্ডন করে এ-কথা বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, ২০১১ সালে আইন তৈরী করেছে বামফ্রন্ট সরকার৷ তাতে, আউটসোর্চিং বিধান রয়েছে৷ ২০১৭ সালে পুণরায় আইন সংশোধন করা হলেও, আউটসোর্চিং বাদ দেয়নি মানিক সরকারের নেতৃত্বে বামফ্রন্ট সরকার৷ তাঁর সাফ কথা, কোন স্থায়ী পদে ত্রিপুরা সরকার আউটসোর্চিং-র মাধ্যমে লোক নিয়োগ করবে না৷
আজ সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার দাবি জানান, ত্রিপুরায় আউটসোর্চিং-র মাধ্যমে লোক নিতে এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্ত খুবই বিপদজনক ও সম্পূর্ণ অনৈতিক এবং বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি-আইপিইএফটি জোট সরকার আউটসোর্চিং-র সূচনা করেনি৷ অতীতে একাধিকবার ওই নিয়মে লোক নিয়োগ করা হয়েছে৷ পূর্বতন বামফ্রন্ট সরকার-ই তার সূচনা করে গেছে৷
তাঁর কথায়, ২০১১ সালে তদানীন্তন বামফ্রন্ট আইন প্রণয়ন করেছে৷ তাতে, বিশেষ ক্ষেত্রে লোক নিতে আউটসোর্চিং-র বিধান রয়েছে৷ শুধু তাই নয়, ২০১৭ সালে পুণরায় ওই আইন সংশোধিত হয়েছে৷ কিন্তু, আউটসোর্চিং-কে বাদ দেওয়া হয়নি৷ তিনি জানান, বাং আমলে জাইকা প্রকল্পে আউটসোর্চিং-এ ৯০০ লোক নিয়োগ করা হয়েছে৷ অথচ, সমস্ত কিছু জেনেও প্রাক্তন মুখ্যমন্ত্রী অনর্গল মিথ্যা বলে গেলেন৷ শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার লোক নিয়োগে স্বচ্ছতার প্রশ্ণেই এজেন্সি-র মাধ্যমে আউটসোর্চিং-র ব্যবস্থা হোক চেয়েছে৷ তাই, কিছু সংস্থা-কে নথিভুক্ত করেছে৷ কিন্তু, কোন স্থায়ী পদে আউটসোর্চিং করবে না ত্রিপুরা সরকার৷
তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্প, জরুরি ভিত্তি-তে লোক নিয়োগ এইসব ক্ষেত্রে আউটসোর্চিং-এ লোক নেওয়া যাবে৷ তবে, নির্দিষ্ট একটি সময়ের জন্য৷ এক্ষেত্রে স্থায়ী পদেও আউটসোর্চিং-এ লোক নিয়োগ করা যাবে৷ তবে, সীমিত সময়ের মধ্যে ওই স্থায়ী পদে লোক নিয়োগের সাপেক্ষে আউটসোর্চিং-এ নিযুক্তি সম্ভব হবে৷
তিনি আক্ষেপ করে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী-র বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত৷ এডিসি নির্বাচনে যুব সম্প্রদায় এবং বেকারদের ক্ষেপিয়ে তোলার উদ্দেশ্যেই ইচ্ছে করে মিথ্যা কথা বলেছেন৷ কারণ, নিজেদের সরকারে থাকাকালীন প্রণীত আইন সম্পর্কে তিনি অবগত নন তা ভাবতে অসুবিধা হচ্ছে৷
উল্লেখ্য, তিনি জানান, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি চালানোর জন্য এখন পর্যন্ত নিয়মিত, স্থির বেতন, আউটসোর্সিং এবং ডাই ইন হারনেস মিলিয়ে সর্বমোট ৭ হাজার ৫৫১ জনকে নিয়োগ করা হয়েছে৷ রাজ্যে ৫,০৩৯টি ক্ষুদ্র শিল্প স্থাপন হয়েছে৷ এই শিল্প সংস্থাগুলিতে ৬৪৪ কোটি টাকা বিনিয়োগ হয়েছে৷ এতে কর্মসংস্থান হয়েছে ৩০,১৬৬ জনের৷ সরকারের তিন বছর মেয়াদে ৪২ হাজার ২৩ জনকে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এতে কর্মসংস্থান হয়েছে ৭ হাজার৷ তাছাড়াও অনেকেই স্বরোজগারী হয়েছেন৷