চবিবশ ঘন্টার ব্যবধানে আগরতলা শহরে ফের মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ বটতলার পর মহারাজগঞ্জ বাজার৷ ২৪ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার ফের মৃতদেহ উদ্ধার হল রাজধানীতে৷ মঙ্গলবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় মহারাজগঞ্জ বাজারে৷ মৃত ব্যক্তির নাম রাজকুমার দাস (৫২)৷ পরিবার নিয়ে ভাড়া থাকতেন প্রতাপগড়ে৷ তিনি পেশায় শ্রমিক ছিলেন৷ মহারাজগঞ্জ বাজারেই তিনি কাজ করতেন৷ প্রায় সময় রাতে বাড়ি যেতেন না৷ বাজারেই রাতে ঘুমাতেন৷


পরিবারের বিবরণ, মঙ্গলবার সকালে ওনাকে মহারাজগঞ্জ বাজারে পড়ে থাকতে দেখেন কয়েকজন৷ খবর পেয়ে পরিবারের লোকজন এসে ওনার নিথর দেহ জিবি হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা দেন৷ রাজকুমার দাসের মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না পরিবার৷ বাড়ির লোকজন মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

এই প্রসঙ্গে উল্লেখ্য গতকালকেও রাজধানীর বটতলা বাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ এছাড়াও প্রায় প্রতিদিন রাজধানী সহ রাজ্যের বিভিন্ন স্থানে এক থেকে একাধিক লোকের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে৷ ক্রমবর্ধমান এসব মৃত্যুর ঘটনায় নাগরিক মহলে মানসিক প্রভাব ফেলতে শুরু করেছে বলে শুভবুদ্ধি সম্পন্ন মহলে উদ্বেগ বাড়ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *