BRAKING NEWS

করোনা-প্রকোপে বেসামাল ব্রাজিল, মৃত্যু বেড়ে ২৬৬,৬১৪

রিও ডি জেনেইরো, ৯ মার্চ (হি.স.): ব্রাজিলে করোনাভাইরাসের প্রকোপে রাশ টানাই যাচ্ছে না। ব্রাজিলে এখনও কোভিড-১৯ ভাইরাসের বাড়বাড়ন্ত অব্যাহত। ব্রাজিলে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুও। বাড়তে বাড়তে ব্রাজিলে ২ লক্ষ ৬৬ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (সোমবার) ব্রাজিলে নতুন করে ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ২ লক্ষ ৬৬ হাজার ৬১৪-তে পৌঁছেছে।
সংক্রমণও দ্রুততার সঙ্গে বাড়ছে ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সোমবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৩৬,১৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১১,০৫৫,৪৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯,৭৮২,৩২০ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০০৬,৫৪৬ জন, তাঁদের মধ্যে ৮,৩১৮ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মৃদু অসুস্থ ৯,৯৮,২২৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *