বিজেপি সরকারকে উৎখাত করে কংগ্রেসকে ফের ক্ষমতায় এনে রাজ্যে সু-শাসন ফিরিয়ে আনার ডাক প্ৰিয়াঙ্কা গান্ধীর

গুয়াহাটি, ১ মার্চ (হি.স.) : দু দিনের রাজ্য সফরে এসে প্রদেশ কংগ্রেসকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন নিখিল ভারত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। কংগ্রেসের ‘আহক অসম বঁচাও’ (আসুন অসম বাঁচাই) কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার উজান অসমের লখিমপুরে চাবতি অরুণোদয় কৃষ্টি বিকাশ কেন্দ্ৰে অনুষ্ঠিত যুবকংগ্ৰেসির একটি জনসভা এবং পদযাত্রায় অংশ নেন প্রিয়াঙ্কা। উভয় কর্মসূচিতে প্রিয়াঙ্কা বিজেপি সরকারকে উৎখাত করে কংগ্রেসকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করে রাজ্যে সু-শাসন ফিরিয়ে আনার ডাক দেন। অসমবাসীর উদ্দেশ্যে অত্যন্ত চড়া সুরে প্রিয়াঙ্কা বলেন, আপনাদের ভবিষ্যত আপনাদের হাতে। আপনারাই দেশ এবং অসমের শক্তি। দায়িত্ব ভালো করে বুঝে তা পালন করতে হবে।

প্রিয়াঙ্কা ভদরা বলেন, গত পাঁচ বছর থেকে রাজ্যের ক্ষমতায় থেকে রাজ্যবাসীর সার্বিক উন্নয়নে কোনও কাজ করেনি বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। ভয়ানক বন্যা পরিস্থিতিতে রাজ্যবাসী যখন দিশেহারা ছিলেন, খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য রাজ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে-সময় দুর্দশাগ্রস্ত রাজ্যবাসীর খোঁজখবর নিতে কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রী এখানে আসেননি। করোনা সংকটের সময়‌ও আপনাদের হালহকিকত জানতে বিজেপির কোনও নেতা বা কেন্দ্রীয় কোনও মন্ত্রী আসেননি। কিন্তু ক্ষমতালোভী বিজেপি নির্বাচন আসতেই দরদ উথলে উঠেছে। এই বলে বিজেপি সরকারকে রাহুল গান্ধীর আদলে তুলোধোনা করেন প্রিয়াঙ্কা।

তিনি বলেন, কেন্দ্রীয় স্তরের নেতা ও তাবড় তাবড় মন্ত্রীগণ সকাল বিকাল এ-রাজ্যে আসা যাওয়া শুরু করে দিয়েছেন। এতদিন তাঁদের কাছে অসমবাসীর জন্য কোনও দরদ ছিল না। বাস্তব এই সত্য আপনাদের সামনে। তাই এবার অসমবাসীদের বিবেক বুদ্ধি খাটিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বা ন জানান প্রিয়াঙ্কা গান্ধী। এআইসিসি নেত্রী বলেন, এবারের নির্বাচন কোনও দলের জন্য নয়। এই নির্বাচন অসমবাসীর অস্তিত্ব, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা করার নির্বাচন। বিশেষ করে অসমের যুবক যুবতীদের ভবিষ্যত সুনিশ্চিত করার লড়াই হচ্ছে এবারের নির্বাচন। তাই অসমকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট-প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান প্রিয়াঙ্কা।

এআইসিসি-র সাধারণ সম্পাদক বলেন, দেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী কর্মহীন হয়ে হতাশায় ভুগছেন। বিশ্বে যখন ক্রুড ওয়েলের মূল্য নিম্নগামী, তখন ভারতে পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে। দেশের সাধারণ জনতার মধ্যে আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির দরুন ত্রাহি ত্রাহি রব উঠেছে। দেশের অর্থনীতি সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে তলানিতে এসে ঠেকেছে। দেশের অন্নদাতাস্বরূপ কৃষককুল অধিকার আদায়ের লক্ষ্যে বেঘোরে প্রাণ দিচ্ছেন। এত সবের পর‌ও অহঙ্কারী কেন্দ্রীয় সরকার নির্লিপ্ত। সর্বক্ষেত্রে হতাশাগ্রস্ত রাজ্যবাসীকে জীবনের মূল স্রোতে ফিরে আসতে, এবারের বিধানসভা নির্বাচনে মহাজোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান প্রিয়াঙ্কা।

কংগ্রেস নেতৃত্বাধীন সাত দলীয় মহাজোটের প্রার্থীদের জয়ী করে রাজ্যের ভবিষ্যত সুরক্ষিত করার ডাক দেন নিখিল ভারত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। এদিন লখিমপুরের চা বাগানে যুবক যুবতীর সঙ্গে ঝুমুর নৃত্যেও অংশ নেন প্রিয়াঙ্কা।

দলকে ‘পুনরুদ্ধার করতে’ দুদিবসীয় অসম সফরে এসেছেন সৰ্বভারতীয় কংগ্ৰেসের সাধারণ সম্পাদক প্ৰিয়াঙ্কা গান্ধী ভদরা। কংগ্ৰেসের ‘অসম বাঁচাও’ কাৰ্যসূচির অঙ্গ হিসেবে পদযাত্রা এবং প্রতিবাদী জনসভায় ভাষণ দিয়েছেন তিনি। সোমবার সকালে গুয়াহাটির বড়ঝাড়ে গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সোজা চলে যান নীলাচল পাহাড়ে শক্তিপীঠ দেবী কামাখ্যা মন্দিরে। বিমানবন্দরে দলীয় নেত্ৰীকে স্বাগত জানান অসমে কংগ্ৰেসের পর্যবেক্ষক কেন্দ্রীয় নেতা জিতেন্দ্ৰ সিং এবং ছয়গাঁওয়ের দলীয় বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে কামাখ্যা মন্দিরে গিয়ে দেবীর পূজা দিয়েছেন প্রিয়াঙ্কা। কামাখ্যা মন্দির থেকে তিনি সোজা চলে যান উজান অসমের লখিমপুরে। লখিমপুরে লীলাবাড়ি বিমানবন্দরে বেলা ১২.১০ মিনিটে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে উষ্ণ স্বাগত জানান প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা,  দেবব্ৰত শইকিয়া, প্ৰদ্যুত বরদলৈ, গৌরব গগৈ, সুস্মিতা দেব, পবনসিং ঘাটোয়ার, রানি নরহ রূপজ্যোতি কুৰ্মি সহ বহুসংখ্যক দলীয় নেতা।

বিমানবন্দরের প্রবেশদ্বার থেকে বেরিয়ে গাড়ি থেকে নামিয়ে প্ৰায় ৫০০ মিটার পায়ে হেঁটে অপেক্ষারত কংগ্ৰেসকৰ্মীদের সঙ্গে গিয়ে উপভোগ করেন বিহু,  মিসিং নৃত্য এবং ঝুমুর নৃত্য। ঝুমুর দলের সঙ্গে হাতে হাত ধরে বহুক্ষণ নেচেচেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ তিনি ত্যাগক্ষেত্ৰে অনুষ্ঠিত ১০টি জেলার কংগ্ৰেস দলের নেতা ও বিভিন্ন পদমর্যাদার পদাধিকারীদের সঙ্গে এক সভায় বসেন প্ৰিয়াঙ্কা। মাধবদেবের জন্মস্থান লেটেকুপুখুরিতেও যান গান্ধী।

দলনেত্রী প্রিয়াঙ্কা ভদরার সফরসূচি সম্পর্কে প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারপার্সন ববিতা শর্মা জানান, লখিমপুর থেকে সড়কপথে প্রিয়াঙ্কা গান্ধী চলে যানন বিশ্বনাথে। সন্ধ্যারাতে তিনি বিশ্বনাথের গহপুরে গ্রামীণ মহিলাদের সঙ্গে মতবিনিময় করেছেন নেত্রী। রাত কাটাবেন বিশ্বনাথ চারালিতে। আগামীকাল তিনি যাবেন তেজপুর। তেজপুরে বিশাল মিছিলে অংশগ্রহণ করে হাজরাপাড়া ময়দানে আয়োজিত সমাবেশে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জনতাকে উদ্বুদ্ধ করতে ভাষণ দেবেন প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। এর পর আগামীকালই বিকেলে তিনি দিল্লির উদ্দেশে যাত্রা করবেন, জানান প্রদেশ কংগ্রেস নেত্রী ববিতা শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *