মুম্বই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন না ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। ব্যক্তিগত কারনে বুমরাহ ছুটি চাওয়ায় তাঁকে চতুর্থ টেস্টের দলথেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছে বিসিসিআই ।
বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে বুমরাহকে টেস্ট স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়। এও জানানো হয় যে, বুমরাহ নিজেই ব্যক্তিগত কারণে শেষ টেস্টের জাতীয় দল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান বিসিসিআইয়ের কাছে। বোর্ড তাঁর অনুরোধ মেনে নেয়। যদিও তাঁর বদলি হিসেবে নতুন কাউকে দলে ঢোকানো হয়নি।
চেন্নাইয়ের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে নেন ২৬ রানে ১ উইকেট। দ্বিতীয় টেস্টে বুমরাহকে বিশ্রাম দিয়ে মহম্মদ সিরাজকে মাঠে নামায় ভারত। তৃতীয় টেস্টে জসপ্রীত দলে ফিরলেও তাঁকে বিশেষ প্রয়োজন হয়নি দলের। চতুর্থ টেস্টের পিচ যদি একই রকম আচরণ করে, তবে এটা নিশ্চিত যে, বুমরাহর অভাব খুব বেশি টের পাবেন না কোহলিরা।
চতুর্থ টেস্টের জন্য ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, উমেশ ও মহম্মদ সিরাজ।