BRAKING NEWS

দেশকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে চাইছে কংগ্রেস : প্রমোদ সাওয়ান্ত

পানাজি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। টুইট করে গোয়ার মুখ্যমন্ত্রী লিখেছেন, “দেশকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে চাইছে কংগ্রেস।” একইসঙ্গে প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারত একটি দেশ! টুইট করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন প্রমোদ।
নিজস্ব টুইটার হ্যান্ডেলে প্রমোদ সাওয়ান্ত লিখেছেন, “কংগ্রেস ভারতকে উত্তর এবং দক্ষিণে বিভক্ত করতে চাইছে, কিন্তু দেশবাসী কংগ্রেসের এই ধরনের প্রচেষ্টা সফল হতে দেবে না। রাহুল গান্ধী একটি জঘন্য পথ অবলম্বন করেছেন, বাস্তবতা সম্পর্কে তিনি কতটা জানেন তাই জানান দিচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারত একটি দেশ!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *