BRAKING NEWS

কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত অন্নদাতাদের ফের জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় কৃষকরা এখন আত্মনির্ভর ভারত অভিযানের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন। বুধবার পিএম-কিসান নিধি যোজনার দ্বিতীয় বার্ষিকীতে একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ” অন্নদাতাদের জীবনকে মসৃন করে তোলার জন্য এবং তাঁদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যে সঙ্কল্প দেশ নিয়েছে, এক্ষেত্রে পিএম কিসান নিধির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের কৃষকরা এখন আত্মনির্ভর ভারত অভিযানের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন।” 

অপর টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “পিএম-কিসান নিধির দু’বছর সম্পূর্ণ হল আজ। অন্নদাতাদের কল্যাণে নিবেদিত এই প্রকল্পের সৌজন্যে কোটি কোটি কৃষক ভাই-বোনেদের জীবনে যে পরিবর্তন এসেছে, এর ফলে অন্নদাতাদের জন্য কাজ করার ক্ষেত্রে আমরা আরও অনুপ্রাণিত হয়েছি।” টুইটারে প্রধানমন্ত্রী জানান, “বিগত ৭ বছরে, কৃষিক্ষেত্রে রূপান্তরের জন্য অনেক উদ্যোগ নিয়েছে ভারত সরকার। উন্নত সেচ ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তি, মাটির প্রতি বিশেষ নজর থেকে মিডলম্যানদের নির্মূল করা, সর্বাত্মক ছিল প্রচেষ্টা।” টুইটারে প্রধানমন্ত্রী আরও লেখেন, “কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে যথাসাধ্য চেষ্টা করছে আমাদের সরকার। আপনারা নমো অ্যাপে অন্তর্দৃষ্টিপূর্ণ বিষয়বস্তু খুঁজে পেতে পারেন, কৃষকদের জন্য করা কাজের ঝলক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *