BRAKING NEWS

জনগনের পকেট খালি করার মহান কাজ করছে মোদী সরকার : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে ফের আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুলের আক্রমণ, “জনগণের পকেট খালি করে ‘বন্ধুদের’ দেওয়ার মহান কাজ মোদী সরকার বিনামূল্যেই করছে!” জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে টুইট করেন রাহুল গান্ধী। হিন্দিতে টুইট করে রাহুল লিখেছেন, “পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরার সময় যখন আপনার নজর দ্রুত বাড়তে থাকা মিটারের দিকে যাবে, তখন এটা অবশ্যই মনে রাখবেন কাঁচা তেলের দাম বাড়েনি, বরং কমেছে।”
এরপরই নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে রাহুল লেখেন, “আপনাদের (জনগণ) পকেট খালি করে ‘বন্ধুদের’ দেওয়ার মহান কাজ মোদী সরকার বিনামূল্যেই করছে!” প্রসঙ্গত, ভারতে লাগাতার বেড়েই চলছে পেট্রোল-ডিজেলের মূল্য। কোনও কোনও রাজ্যে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল দেশবাসী। কমছে না বরং পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। তবে, রবিবার এবং সোমবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। শেষ দাম বেড়েছিল গত শনিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *