নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): পরপর দু’দিন খানিকটা স্বস্তি। রবিবারের পর সোমবারও দেশজুড়ে অপরিবর্তিত রইল পেট্রোল ও ডিজেলের দাম। তবে, দাম একটুও কমেনি। অপরিবর্তিত থাকার পর কলকাতায় সোমবার লিটার প্রতি পেট্রোলের দাম ৯১.৭৮ টাকায় থমকে রয়েছে এবং ডিজেলের দাম লিটার প্রতি ৮৪.৫৬ টাকায় বিক্রি হয়েছে|
কলকাতা ছাড়াও পেট্রোল ও ডিজেলের অপরিবর্তিত রয়েছে দেশের অন্যান্য শহরেও| দিল্লিতে পেট্রোল-ডিজেলের অপরিবর্তিত দাম, যথাক্রমে ৯০.৫৮ টাকা প্রতি লিটার এবং ৮০.৯৭ টাকা প্রতি লিটার। পাশাপাশি মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্তমান দাম, যথাক্রমে ৯৭.০০ টাকা প্রতি লিটার এবং ৮৮.০৬ টাকা প্রতি লিটার। চেন্নাইয়েও বাড়েনি পেট্রোল ও ডিজেলের দাম। চেন্নাইয়ে সোমবার পেট্রোল বিক্রি হয়েছে ৯২.৫৯ টাকায় এবং ডিজেল ৮৫.৯৮ টাকায়। এর আগে গত শনিবার দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের।
2021-02-22