নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ নোটারি পাবলিক ও আইনজীবীর স্বাক্ষর জাল এবং বার অ্যাসোসিয়েশনের সিল জাল করে এফিডিফিট করতে এসে ধরা পড়লো এক প্রতারক৷ প্রতারক যুবকের নাম উত্তম দেবনাথ৷ তার বাড়ি মোহনপুরে৷
আগরতলায় ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন এফিডেফিট করাতে এসে ধরা পড়ল এক প্রতারক৷জানা যায় মোহনপুরের বাসিন্দা উত্তম দেবনাথ নামে এক যুবক শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নোটারি পাবলিক জ্যোতির্ময় ঘোষ এর কাছে একটি এফিডেফিট করাতে আসে৷ নোটারি পাবলিক জ্যোতির্ময় ঘোষ লক্ষ করেন এফিডেফিটটি তার নিজের করা নয়৷ নোটারি পাবলিক ও আইনজীবীর স্বাক্ষর জাল করে এবং ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নকল করে এফিডেফিট করাতে এসেছিল ওই যুবক৷বিষয়টি নজরে আসতে নোটারি পাবলিক জ্যোতির্ময় ঘোষ তাকে আটকে রেখে বার এসোসিয়েশনের কর্মকর্তাদের খবর দেন৷তাকে আটক করে আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷
তাকে জিজ্ঞাসাবাদ করে যারা গেছে এই প্রতারক চক্রের সঙ্গে ব্রজেন্দ্র বিশ্বাস এবং গৌতম দেবনাথ নামে দুই ব্যক্তি জড়িত রয়েছে৷ তাদের নামধাম পুলিশকে জানানো হয়েছে৷শনিবার প্রতারক উত্তম দেবনাথ কে মুখ্য বিচারবিভাগীয় আদালতে সোপর্দ করা হয়৷ আদালত চত্বরে এ ধরনের বহু প্রতারক বহু মানুষকে ঠকিয়ে বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করে দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে৷ এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে কোনো কাগজপত্র করাতে নিজে কোনো আইনজীবী কিংবা বারের সদস্যদের কাছে আসার জন্য৷ এ ধরনের প্রতারক চক্রের খপ্পরে না পড়তে তারা অনুরোধ জানিয়েছেন৷

