সাহরানপুর, ১০ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী ১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে ‘রেল রোকো’ আন্দোলন চলবে বলে জানিয়েছে আন্দোলনকারী কৃষকদের যৌথ সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। বেলা বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত হবে এই অবরোধ। বুধবার উত্তরপ্রদেশের সাহরানপুরে কৃষকদের মহাপঞ্চায়েতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মোদী সরকারের ‘সর্বনাশা’ তিন কৃষি আইন নিয়ে প্রথম থেকেই কঠোর অবস্থান নিয়েছ বিভিন্ন কৃষক সংগঠন ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কেন্দ্রের শাসকদলের নেতা-মন্ত্রীরা যত কৃষি আইনের পক্ষে সওয়াল করছেন ততই নিজেদের অবস্থান আরও শক্ত করেছেন আন্দোলনকারী কৃষকরা। ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে ট্র্যাক্টর অভিযান করে নিজেদের শক্তি জাহির করেছেন তাঁরা। এমনকী আন্দোলনকারী কৃষকদের ডাকা ‘চাক্কা জ্যাম’ কর্মসূচিতেও ব্যাপক সাড়া মিলেছে। আর তাতেই উৎসাহিত হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের উপরে চাপ তৈরিতে দেশজুড়ে চার ঘন্টার রেল রোকো কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
এদিন উত্তরপ্রদেশের সাহরানপুরে কৃষকদের মহাপঞ্চায়েতের পরে আন্দোলনকারী কৃষকদের যৌথ সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে নতুন আন্দোলনের ঘোষণা করা হয়। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ’১৮ ফেব্রুয়ারি দেশজুড়ে বেলা বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত চার ঘন্টার ‘রেল রোকো’র ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজস্থানের কোনও টোল প্লাজায় টোল নিতে দেওয়া হবে না। মরু রাজ্যের সব সড়ক টোল মুক্ত করা হবে।