নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ জোলাইবাড়ি ব্লকের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ এই এলাকায় পর্যটন শিল্পের বিকাশেও সরকার উদ্যোগ নিয়েছে৷ আজ দেবদারু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ এদিন মুখ্যমন্ত্রী কোয়াইফাং নারদ পাড়ার প্রাকৃতিক জলাশয়টি পরিদর্শন করেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নারদ পাড়ার এই প্রাকৃতি জলাশয়কে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার৷ রাজ্যের সার্বিক বিকাশে সরকার যে সমস্ত কর্মসূচি নিয়েছে তার সুুফল জোলাইবাড়ি ব্লকের মানুষও পাবেন৷ উল্লেখ্য, ১০ শয্যা বিশিষ্ট দেবদারু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৩৪ লক্ষ টাকা৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জোলাইবাড়ি এলাকা একটি সমৃদ্ধ কৃষি অঞ্চল৷ এই অঞ্চলের কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে৷ কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির সূযোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ মুখ্যমন্ত্রী বলেন, জোলাইবাড়ি ব্লক এলাকার সার্বিক বিকাশে সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে ৩৯৪ কোটি টাকার প্রকল্প রূপায়ণ করছে৷ অটল জলধারা প্রকল্পে ২০২২ সালের মধ্যে ব্লকের প্রত্যেকের বাড়িতে বিনামূল্যে পানীয়জলের সংযোগ দেওয়া হবে৷ গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে ব্যয় হবে ৭৮ কোটি ২০ লক্ষ ১৩ হাজার টাকা৷ রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠমো গড়ে তোলার উপরও সরকার অগ্রাধিকার দিয়েছে৷ আয়ুমান ভারত প্রকল্পের সুুবিধা যাতে মানুষ পেতে পারে তারজন্য স্বাস্থ্য দপ্তর প্রয়াস নিয়েছে৷ সৌভাগ্য যোজনায় জোলাইবাড়ি ব্লকে ১,৯৯০ জন সুুবিধাভোগীর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজীব পাটারী নামে এক সুুবিধাভোগীর হাতে আয়ুমান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ই-কার্ড তুলে দেন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, বিধায়ক শংকর রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, প্রধান সচিব জে কে সিনহা, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. রাধা দেববর্মা, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ চন্দ্র নমঃ প্রমুখ৷

