নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ আগরতলা মেডিক্যাল কলেজ ও জিবি পন্থ হাসপতালে আজ নতুন প্রসূতি কক্ষের উদ্বোধন হয়েছে৷ অবস্টেট্রি’ ও গাইনোকোলোজি বিভাগের স্টাফ নার্স ও ইন-চার্জ লেবার রুম নিশা পাল এবং স্টাফ নার্স ও ইন-চার্জ লেবার রুম (ওটি) ঝটিকা চাকমা নতুন এই প্রসূতি কক্ষের উদ্বোধন করেন৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ চিন্ময় বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকগণ৷ স্বাস্থ্য দপ্তরের আইএমআর গ্র্যান্টের অর্থে প্রসূচি কক্ষটি নির্মাণ করা হয়েছে৷ প্রসূতি কক্ষটি ভারত সরকারের এলএকিউএসএইচওয়াইএ (লক্ষ্য) নির্দেশিকা মেনে নির্মাণ করা হয়েছে৷
অত্যাধুনিক এই প্রসূতি কক্ষে একটি ট্রায়াজ এবং রোগী পরীক্ষা কক্ষ, দুটি প্রসব কক্ষ, দুটি অপারেশন থিয়েটার, উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রসূতি মহিলাদের জন্য একলাম্পসিয়া কক্ষ রয়েছে৷ এই অত্যাধুনিক প্রসূতি কক্ষ জিবি পন্থ হাসপাতালে প্রসূতি মায়েদের উন্নত চিকিৎসা সুুনিশ্চিত করার ক্ষেত্রে এক নবতম সংযোজন৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷