আগরতলা, ৫ ফেব্রুয়ারি ৷৷ সর্বভারতীয় সম্পাদকের গুরু দায়িত্বের পর এবার পশ্চিমবঙ্গে সংগঠন মজবুত করার জন্য বেছে নেওয়া হয়েছে প্রণব সরকার-কে।
ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়ন পশ্চিমবঙ্গ ইউনিট গঠন করেছে৷ ওয়েস্টবেঙ্গল জার্নালিস্টস ইউনিয়নের আহ্বায়ক হয়েছেন কাজি গোলাম গিয়াস সিদ্দিকি এবং জয়েন্ট কনভেনার হয়েছেন সুমন গাঙ্গুলি৷ ইন্ডিয়ান নেশনাল জার্নালিস্টস ইউনিয়নের ন্যাশনাল সেক্রেটারি প্রণব সরকার এই কমিটি গঠন করেছেন৷ তিনি ওয়েস্টবেঙ্গল জার্নালিস্টস ইউনিয়নের স্টেট ওবজারভার হিসিবে নিযুক্ত হয়েছেন৷
মূলত, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাম্প্রতিক দ্বি-বার্ষিক সভায় বিপুল সংখ্যায় সাংবাদিকদের অংশগ্রহণে ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন খুবই সন্তুষ্ট। বিশেষ করে ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকারের ভূমিকায় সন্তোষ প্রকাশ করার সাথে তাকে আরো বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তাতে স্পষ্ট, পশ্চিমবঙ্গেও ইউনিয়নের শক্তিবৃদ্ধি ত্রিপুরার মতোই সন্তোষজনক হোক চাইছেন কর্মকর্তা-রা।