BRAKING NEWS

স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রক

মুম্বাই, ৩১ জানুয়ারি (হি. স.) :  সমস্ত ধরণের আউটডোর গেমে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রক৷ ফলে সমর্থকদের মাঠে গিয়ে প্রিয় দলের হয়ে মাঠে নামানোর ক্ষেত্রে আর কোনও বাধা রইল না৷ করোনার জেরে প্রায় বছর খানেকের কাছাকাছি মাঠে গিয়ে খেলা দেখা থেকে বঞ্চিত ছিল দেশের ক্রীড়াপ্রেমী মানুষরা৷

করোনা নামক মারণ ভাইরাসটির সংক্রমণ ধরা-ছোঁয়ার বাইরে চলে যাওয়ার জন্য ছোট-বড় সমস্ত স্পোর্টস ইভেন্টই করতে হয়েছে দর্শক শূন্য মাঠে৷ যার ফলে আর্থিক দিক দিয়েও ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হতে হয়েছে ক্রীড়া সংস্থাগুলিকে৷ এমনকি আইপিএল-এর মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টকে সরিয়ে নিয়ে চলে যেতে হয়েছিল দুবাইয়ে৷ এছাড়া ফুটবলে দেশের একনম্বর লিগ আইএসএল-ও চলছে আরব সাগরের তীর গোয়াতে দর্শকশূন্য স্টেডিয়ামে৷

প্রথমে ৫০ শতাংশের কথা বলেলও পরে স্টেডিয়ামে ১০০ শতাংশ সমর্থক প্রবেশের ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক৷ তবে তাদের নির্দেশিকাতে করোনা বিধিনিষেধ মেনে চলার কথা উল্লেখ করা হয়েছে৷ এমনকি স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে দর্শকরা যাতে খুব বেশি ভিড় না করে ফেলেন সেই জন্য আলাদা করে সিসিটিভি ক্যামেরাও বসানো হবে৷ এছাড়া খেলোয়াড়দের এবং সাপোর্ট স্টাফদেরও নিজেদের মধ্যে দুরত্ব বজায় রাখার কথা নির্দেশ দেওয়া হয়েছে৷ এছাড়া সমস্ত বিষয়টার ওপর নজর রাখার জন্য টাস্ক ফোর্সও গঠন করা হবে বলে জানা গিয়েছে৷ তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এই সিদ্ধান্তে বেশ খুশি দেশের ক্রীড়াপ্রেমী মানুষরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *