BRAKING NEWS

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫২ জন

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি. স.) : গত ২৪ ঘন্টায় দেশে একই রয়েছে দৈনিক করোনার সংক্রমণের হার। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫২ জন। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৭ লক্ষ ৪৬ হাজার ১৮৩ জন।

জানুয়ারির শুরু থেকেই ভারতে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নগামী হয়েছে। গত মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন এই গ্রাফ কমলেও আবার কিছুটা উর্দ্ধমুখী বলাই যায় । দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৭৮৪ জন । গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১২৭ জন। যার ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ৫৪ হাজার ২৭৪ জন। ভারতে করোনা সংক্রমণের হাত থেকে মুক্ত হয়েছেন ১ কোটি ৪ লক্ষ ২৩ হাজার ১২৫ জন দেশবাসী। দেশে সুস্থতার হার বেড়ে ৯৬.৮৩ শতাংশে পোঁছেছে। গত ২৪ ঘন্টায় ৭ লক্ষ্যেরও বেশি করোনা টেস্ট করা হয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে করোনা প্রতিষেধক দেওয়ার কাজ। এখনও পর্যন্ত মোট ৩০ লক্ষ্যেরও বেশি করোনা যোদ্ধা টিকা পেয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *