BRAKING NEWS

শশী থারুর, রাজদীপ সরদেশাই-সহ সাতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি. স.): প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর আন্দোলনের সময় দুপক্ষের সংঘাতের আবহে ভুল তথ্য প্রচার এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য কংগ্রেস সাংসদ শশী তারুর এবং ছ’জন সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করল পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ছাড়াও, ভারতীয় সংবিধানের অপরাধমূলক ষড়যন্ত্র এবং শত্রুতা প্রচার করার ধারায় মামলা রুজু হয়েছে।


নয়ডার একটি থানায় এফআইআর দায়ের করেন দিল্লিরই এক বাসিন্দা। পুলিশের কাছে তিনি অভিযোগ করে বলেন, শশী তারুর এবং ওই সাংবাদিকদের ডিজিটাল প্রচার ও সোশ্যাল মিডিয়ার পোস্টের মারফত বলা হয়, দিল্লি পুলিশ গুলি করে মেরেছে এক কৃষককে। এই টুইট ট্র্যাক্টর ব়্যালির সদস্যদের উত্তেজিত করে তোলে বলে দাবি তাঁর, যার জেরে লালকেল্লা ও সংলগ্ন এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। যে ৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তাঁরা হলেন, মৃণাল পাণ্ডে, রাজদীপ সরদেশাই, বিনোদ জোশ, জাফর আগা, পরেশ নাথ এবং অনন্ত নাথ। এছাড়া কংগ্রেস সাংসদ শশী তারুরও একই অভিযোগে অভিযুক্ত হয়েছেন।


এদিকে, যে চ্যানেলে রাজদীপ সরদেশাই কর্মরত ছিলেন  সেই চ্যানেল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ভুল তথ্য দিয়ে টুইট করার অভিযোগে অন্তত ২ সপ্তাহের জন্য তাঁকে চ্যানেলের সম্প্রচার থেকে সরানো হয়েছে। সেই সঙ্গে এক মাসের বেতনও কেটে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *