BRAKING NEWS

ভারতের করোনা ভ্যাকসিনের ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ : রাষ্ট্রসংঘের মহাসচিব

জেনেভা, ২৯ জানুয়ারি (হি. স.):  ফের বিশ্বের দরবারে উজ্জ্বল হল ভারতের মুখ । ভারতের তৈরি করোনা ভ্যাকসিনের প্রশংসা করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ।  সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, ভারতের করোনা ভ্যাকসিনের ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ।


বিনা শর্তেই করোনা ভ্যাকসিন বাংলাদেশ-সহ পড়শি দেশগুলিকে জোগান দিচ্ছে ভারত। সেই প্রসঙ্গে মতামত জানাতে গিয়েই গুতেরেস বলেন, “আমি জানি ভারতবর্ষ বিপুল পরিমাণে টিকার ডোজ তৈরি করেছে। সেই কারণে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের দৃঢ় বিশ্বাস বিশ্বজুড়ে ভ্যাকসিনের চাহিদা মেটানোর সমস্ত প্রয়োজনীয় উপকরণ বিজ্ঞানীদের কাছে রয়েছে।” এরপরই রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, “ভারতের টিকা তৈরির ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ। আমি আশা করছি, এই সম্পদের যথাযথ ব্যবহারের গুরুত্ব গোটা দুনিয়া বুঝতে পারবে।”


করোনা টিকার গণতন্ত্রীকরণ নিয়ে এদিন গুতেরেস বলেন, ” মানুষের জীবন বাঁচানোর ওষুধগুলি সারা বিশ্বে সমানভাবে বিতরণ করা উচিত বলে আমি মনে করি। সারা বিশ্বে যে সমস্ত বিশ্বাসযোগ্য সংস্থাগুলির করোনা টিকা তৈরি করছে তাঁদের অবিলম্বে তা বিতরণের লাইসেন্স দেওয়া উচিত, আর তার জন্য আমি আবারও আবেদন জানিয়েছি।”
উল্লেখ্য, ইতিমধ্যেই প্রায় ৫৫ লক্ষ করোনা টিকা প্রতিবেশী দেশগুলিতে পাঠিয়েছে ভারতবর্ষ। রাষ্ট্রসংঘের সাপ্তাহিক বিবৃতিতে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব  বৃহস্পতিবার জানিয়েছেন, ওমান এবং প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপেও ভারত ভ্যাকসিন পাঠাবে। আফ্রিকায় প্রায় ১ কোটি টিকার ডোজ পাঠানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। রাষ্ট্রসংঘের প্রতিনিধি ও কর্মীদের জন্য প্রায় ১০ লক্ষ টিকার ডোজ পাঠানো হতে পারে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *