তামিলনাড়ুর মানুষ, ভাষা ও সংস্কৃতির প্রতি কোনও সম্মান নেই মোদীর, দাবি রাহুল গান্ধীর

কোয়েম্বাটুর, ২৩ জানুয়ারি (হি.স.) : তামিলনাড়ু সফরে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন তিনি দাবি করেন, তামিলনাড়ুর মানুষ, ভাষা ও সংস্কৃতির প্রতি কোনও সম্মান নেই মোদীর।


তিনদিনের তামিলনাড়ু সফরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রথম দিনই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাহুল । শনিবার কোয়েম্বাটুরে এক জনসভায় রাহুলকে বলতে শোনা যায়, “তামিলনাড়ুর মানুষ, ভাষা ও সংস্কৃতির প্রতি কোনও সম্মান নেই মোদির। আমরা মনে করি, তামিল, হিন্দি, বাংলা, ইংরেজি সমস্ত ভাষারই স্থান রয়েছে আমাদের দেশে। বর্তমানে যে এক ভাষা, এক সংস্কৃতির আইডিয়া চাপানোর চেষ্টা চালানো হচ্ছে আমাদের লড়াই তারই বিরুদ্ধে।”  


তামিলদের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি বলেন, “তামিলনাড়ুর সঙ্গে আমার সম্পর্ক রাজনৈতিক নয়। এ এক পারিবারিক সম্পর্ক। কোনও স্বার্থের জন্য আমি এখানে আসি না। আমি এখানে আসি কারণ আমি আপনাদের ভালবাসি। আপনাদের জন্য গর্ব অনুভব করি।”  


বিতর্কিত কৃষি আইন নিয়ে চলতে থাকা আন্দোলন নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর দাবি, “এটাই আমাদের সঙ্গে মোদির পার্থক্য। মোদীর সঙ্গে তিন-চারজন ব্যবসায়ীরই সম্পর্ক। ভারতীয়দের সব কিছুই উনি একে একে বিক্রি করে দিচ্ছেন। কৃষকদের সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে নতুন তিন আইনের মাধ্যমে।”