নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের নেতাজি চৌমুহনী এলাকায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল নেতাজির চৌমুহনী এলাকার একটি বৈদ্যুতিক সামগ্রী বিক্রয়ের দোকানে হানা দিয়ে নগদ আড়াই লক্ষাধিক টাকা সহ প্রচুর জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে৷ শুক্রবার সকালে স্থানীয় লোকজন এবং অন্যান্য ব্যবসায়ীরা ঘটনা দেখে দোকানের মালিকের খবর দেন৷
খবর পেয়ে দোকানের মালিক ছুটে আসেন৷ খবর পাঠানো হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ জানা গেছে বৈদ্যুতিন সামগ্রী বিক্রির দোকানের টিনের ছাউনি কেটে চোরেরা ভেতরে ঢুকে এই চুরি কান্ড সংগঠিত করেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত যদি যাওয়া মালপত্র এবং নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়নি৷রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের চুরির ঘটনা ঘিরে ব্যবসায়ীসহ স্থানীয় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
পুলিশের ভূমিকা নিয়েও নানা মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পুলিশি টহল এর দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে চোরেরা এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে বলে ব্যবসায়ীসহ স্থানীয় জনগণের অভিযোগ৷ উল্লেখ্য গত কিছুদিন ধরেই রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সাধারন মানুষ জল তৃপ্ত আতঙ্কে রয়েছেন৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷
এদিকে, বেশকিছুদিন ধরে রাজধানীর মহিলা মহাবিদ্যালয় সংলগ্ণ সড়কটি সংস্কারের কাজ চলছে৷ সুজিত পাল নামে এক ঠিকেদার এই কাজ করাচ্ছেন৷ প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায়ও শ্রমিকরা কাজ শেষে রাস্তার পাশে রাস্তা সংস্কারে ব্যবহুত রোলারটি রেখে চলে যায়৷ শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখতে পায় রোলারের ব্যাটারি, মোটার সহ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে গেছে৷ খবর পেয়ে ঠিকেদার সুজিত পাল ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঠিকেদার সুজিত পাল জানান এই চুরির ঘটনায় ওনার ৪০ থেকে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে৷