নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুুড়া, ২২ জানুয়ারি৷৷ গ্যাস সিলিন্ডারের মধ্যে দুধ গরম করতে গিয়ে সিলিন্ডার লিকেজের ফলে অগ্ণিদগ্দ হয়ে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৭২ বছর বয়সী ব্যক্তি৷ ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক ১০:০০ টা থেকে ১০:৩০ এর মধ্যে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুরাতন হাসপাতাল সংলগ্ণ এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য তথা তেলিয়ামুড়া বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুজিত সাহা (৭২) অন্যান্য দিনের মতোই রাতের খাওয়া-দাওয়া শেষ করে দুধ খাবার জন্য গ্যাস সিলিন্ডারের মধ্যে দুধ গরম করার জন্য বসায়৷ কিন্তু , দুর্ভাগ্যবশত এই গ্যাস সিলিন্ডার টি হয়তোবা আগে থেকেই লিকেজ ছিল৷ সেই বিষয়টি লক্ষ্য না করে সুজিত সাহা (৭২) গ্যাস সিলিন্ডার জ্বালায় দুধ গরম করতে৷
আর তখনি ঘটে বিপত্তি৷ সাথে সাথে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় সুজিত সাহার হাত, মুখ, মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে৷ এতে করে সুজিত সাহার শরীরের বিভিন্ন জায়গা আগুনের লেলিহান শিখায় ঝলসে যায়৷ পুড়ে যায় শরীরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ অংশ৷ ঘটনাটি পরিবারের সদস্য প্রত্যক্ষ করে সুজিত সাহা কে তড়িঘড়ি করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুজিত সাহার চিকিৎসা শুরু করেছে৷ এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার সুজিত সাহা কে জিবি হাসপাতালে প্রেরণ করার কথা জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক৷ তবে পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সুজিত সাহা কে আগরতলার আই এল এস হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷