BRAKING NEWS

নেতাজী জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উদযাপনে ঠাঁসা কর্মসূচি

আগরতলা, ২২ জানুয়ারি (হি. স.)৷৷ সারা ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল নেতাজী জন্মজয়ন্তী পালন করা হবে৷ আগামীকাল আগরতলায় নেতাজী জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠে৷ সকাল সাড়ে ৮টায় এখানে আয়ােজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ এছাড়া দিনভর নানা কর্মসূচি রয়েছে৷ অন্যদিকে, এবছর সারা ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হবে৷প্রজাতন্ত্র দিবসে মূল অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে আগরতলার আসাম রাইফেলস ময়দানে৷
সারা দেশের সঙ্গে এবছর সারা ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে নেতাজী জন্মজয়ন্তী৷

আগামীকাল আগরতলায় নেতাজী জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠে৷ সকাল সাড়ে ৮টায় এখানে আয়ােজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সন্ধ্যা সাড়ে ৫টায় ত্রিপুরা হর্টিকালচার সােসাইটির উদ্যোগে রবীন্দ্র কাননে হর্টিকালচার প্রদর্শনীর আয়ােজন করা হয়েছে৷ প্রজাতন্ত্র দিবস পালনের কর্মসূচির অঙ্গ হিসেবে ২৪ জানুয়ারি সকাল ১০টায় পুলিশ ট্রেনিং একাডেমি ময়দানে অনুষ্ঠিত হবে দৃষ্টিহীনদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ৷ বিকেল ৪টায় রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হবে বসে আঁকো এবং আলপনা প্রতিযােগিতা৷ সন্ধ্যা ৬টায় হেরিটেজ পার্কে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে৷ ২৫ জানুয়ারি সকাল ১১টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে উপজাতি লােকনৃত্য প্রতিযােগিতা৷


নেতাজী জন্মজয়ন্তীর পাশাপাশি এবছর সারা ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছর সারা ত্রিপুরায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে আগরতলার আসাম রাইফেলস ময়দানে৷ এই অনুষ্ঠানে রাজ্যপাল রমেশ বৈস আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন৷ অনুষ্ঠিত হবে সাংসৃকতিক অনুষ্ঠান এবং পুরস্কার ও পদক প্রদান৷ প্রজাতন্ত্র দিবসে সকালে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ সকাল সাড়ে ৬টায় গান্ধীঘাটে গান্ধীবেদীতে মাল্যদান করে জাতির জনককে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে৷ পােস্ট অফিস চৌমুহনিতে শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানাে হবে৷ সকাল সাড়ে ৭টায় ক্যাপিটেল কমপ্লেক্সে নতুন মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷ সকাল সাড়ে ১০টায় হাসপাতালের রােগী, অনাথ আশ্রম, দুঃস্থ আবাসের আবাসিক এবং কেন্দ্রীয় কারাগারের আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হবে৷ বিকাল ৪টায় পুরাতন রাজভবনে আয়ােজন করা হয়েছে ঘরােয়া অনুষ্ঠানের৷ সন্ধ্যা সাড়ে ৫টায় রবীন্দ্র কাননে হর্টিকালচার প্রদর্শনীর পুরস্কার বিতরণ করা হবে৷ সন্ধ্যা সাড়ে ৬টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক উপজাতি লােকনৃত্য প্রতিযােগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে৷ রাত সাড়ে ৮টায় মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপজাতি নেতৃবৃন্দের সাথে প্রীতি নৈশ ভােজের আয়ােজন করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *